এক্সকাভেটর চলে যাওয়ায় আপাতত বন্ধ আছে ধানমন্ডি-৩২-এর বাড়ি ভাঙার কাজ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/06/476197786_948316260342504_5895973353137678455_n.jpg)
ভোরের দিকে কয়েক ঘন্টা বিরতির পর শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন ভাঙার কাজ আবার শুরু হয়।
এক্সকাভেটরের সঙ্গে রড ও হাতুড়ি নিয়ে লোকজন সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ভাঙার কাজ চালিয়ে যায়।
তবে সকাল ৯টা পর্যন্ত কাজ করার চুক্তি থাকায় এক্সকাভেটরটি সে সময় চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন, একদল লোক আরেকটি এক্সকাভেটর ভাড়া করতে গেছেন।
নতুন এক্সকাভেটর পেলে আবার ভাঙচুর শুরু হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি আব্দুল্লাহ।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/06/475753535_627611806585715_4289176691834558535_n.jpg)
তবে ইতিমধ্যেই বেশ কিছু লোকজন এখানকার রড ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র খুলে নিয়ে যাচ্ছে।
তাদের একজন আব্দুল কাদের বলেন, 'এগুলো খুলে নিয়ে বিক্রি করব। এখানে থাকলে নষ্ট হয়ে যাবে।'
বিরতির পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফের ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙা শুরু হয়। সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির সামনের অংশের অনেকটাই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
জাদুঘরের মূল ভবনটি ইতোমধ্যেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/06/475963827_1141768236969887_6554703945727967815_n.jpg)
সকালে ফজরের নামাজের পর শতাধিক নতুন মানুষকে ঘটনাস্থলে দেখা গেছে। এর মধ্যে অনেকে রাজধানীর চৌকাঠ-সাভার, আশুলিয়া ও টঙ্গী থেকে থেকে এসেছেন। অনেককে অটোরিকশায় করে জাদুঘরের ধ্বংসাবশেষ নিয়ে যেতে দেখা গেছে।
ধানমন্ডি-৩২ এ জড়ো হওয়া কয়েকজনকে বলতে শোনা যায়, তারা স্বৈরাচারের কোনো চিহ্ন রাখতে চান না। এজন্যই বাড়িটি ভাঙা হচ্ছে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/06/475525305_1317064496275550_4687546425844730491_n.jpg)
এ সময় ভবনের বড় কোনো অংশ ভেঙে পড়লে মানুষকে উল্লাস করতে দেখা যায়।
সকালেও বাড়ির বেশ কিছু অংশে আগুন জ্বলছিল। বাড়ির বিভিন্ন স্থানে লাল কালি দিয়ে লেখা হয়েছে, 'স্বৈরাচার সাবধান।'
এর আগে, গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ জনতা। এদিন রাত ৮টার দিকে এ ভাঙচুরের ঘটনা শুরু হয়।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে বুধবার রাত ৯টায় ধানমন্ডি-৩২ অভিমুখে 'বুলডোজার মিছিল'র ঘোষণা দেওয়ার পরই এ হামলার ঘটনা ঘটে।
এদিন সন্ধ্যায় ছাত্র-জনতা আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজে এ কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/06/476586101_1335209024597745_7487973709729630955_n.jpg)
শুধু ধানমন্ডি-৩২ এর শেখ মুজিবের বাড়িই নয়, গতকাল শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার বাসভবন সুধা সদনেও আগুন দেয় বিক্ষোভকারীরা। এ ভবনটি ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত।
এছাড়া, গতরাতে দেশজুড়ে বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ম্যুরাল, শেখ হাসিনার আত্মীয়সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।