‘জয় বাংলা’ স্লোগান, ‘আপার বাড়ি’ বলায় ধানমন্ডি ৩২ নম্বরে নারীসহ ২ জনকে হেনস্তা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/attack_1.jpg)
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এক নারীকে হেনস্তা এবং একজনকে মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে বিক্ষুব্ধ জনতার মারধরের শিকার হন।
এ ঘটনা আজ (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘটে।
আজ সকাল ১১টার দিকে এক ব্যক্তি ওই বাড়ির সামনে গিয়ে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করেন। এরপর বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করতে শুরু করলে তিনি একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আহত অবস্থায় কয়েকজন তাকে সেখান থেকে সরিয়ে নেয় এবং এক সময়ে তাকে রিকশায় তুলে নিতে দেখা যায়।
কিছুক্ষণ পর সালোয়ার-কামিজ পরিহিত এক মধ্যবয়সী নারী ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে থাকেন। তিনি বাড়িটিকে বারবার 'আপার বাড়ি' বলে উল্লেখ করছিলেন। এতে ক্ষুব্ধ জনতার সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে তার গায়ে হাত তোলা হয়।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারীকে মারধর করে মূল সড়কের দিকে টেনে নেওয়া হয়। তিনি বারবার অনুরোধ করছিলেন যেন তাকে না মারা হয়। শেষপর্যন্ত কয়েকজন তাকে রিকশায় উঠিয়ে দেন। তবে, ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।
এর আগে, গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ জনতা। এদিন রাত ৮টার দিকে এ ভাঙচুরের ঘটনা শুরু হয়।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে বুধবার রাত ৯টায় ধানমন্ডি-৩২ অভিমুখে 'বুলডোজার মিছিল'-এর ঘোষণা দেওয়ার পরই এ ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিন সন্ধ্যায় ছাত্র-জনতা আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজে এ কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।
শুধু ধানমন্ডি-৩২ এর শেখ মুজিবের বাড়িই নয়, গতকাল শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার বাসভবন সুধা সদনেও আগুন দেয় বিক্ষোভকারীরা। এ ভবনটি ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত।
এছাড়া, গতরাতে দেশজুড়ে বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ম্যুরাল, শেখ হাসিনার আত্মীয়সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।