ছবিতে সকালের ধানমন্ডি ৩২
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/dhanmondi-32.jpeg)
এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়েছে বাড়ির একাংশ। ছবি: টিবিএস
গতকাল রাত (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ী ভাঙা। সকাল হতে হতে বাড়ির সামনের অংশের অনেকটাই ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এক্সকাভেটর দিয়ে চলছে এ ভাঙার কাজ। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির বর্তমান পরিস্থিতি দেখে নিন ছবিতে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/06/475569766_1159496542201698_6871635038544695591_n.jpg)
এক্সকাভেটর দিয়ে চলছে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার কাজ। আজ বৃহস্পতিবার সকালের ছবি। ছবি: টিবিএস
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/06/475494864_992065429455611_6954608844086877226_n.jpg)
বাড়িটির সামনের অংশের অনেকটাই গুঁড়িয়ে ফেলা হয়েছে। ছবি: টিবিএস
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/06/476586101_1335209024597745_7487973709729630955_n_0.jpg)
আজ সকালে ফজরের নামাজের পর শতাধিক নতুন মানুষকে ঘটনাস্থলে দেখা গেছে। এর মধ্যে অনেকে রাজধানীর চৌকাঠ-সাভার, আশুলিয়া ও টঙ্গী থেকে থেকে এসেছেন। অনেককে অটোরিকশায় করে জাদুঘরের ধ্বংসাবশেষ নিয়ে যেতে দেখা গেছে। ছবি: টিবিএস
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/06/new1.jpg)
বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: টিবিএস
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/06/received_1156915655947727_0.jpeg)
বাড়ি ভাঙার দৃশ্য দেখতে উৎসুক মানুষের ভিড়। ছবি: টিবিএস
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/06/whatsapp_image_2025-02-06_at_10.39.19_am.jpeg)
ধানমন্ডি-৩২ এ জড়ো হওয়া কয়েকজনকে বলতে শোনা যায়, তারা স্বৈরাচারের কোনো চিহ্ন রাখতে চান না। এজন্যই বাড়িটি ভাঙা হচ্ছে। ছবি: টিবিএস
৩২ নম্বরের বাড়িটির অনেক অংশই গুঁড়িয়ে ফেলা হয়েছে। ছবি: জাকির হোসেন/টিবিএস
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/06/whatsapp_image_2025-02-06_at_10.47.49_am_1.jpeg)
বাড়ি ভাঙার সময় মানুষের ভিড়। ছবি: জাকির হোসেন/টিবিএস