অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/new_project_1.jpg)
মেহের আফরোজ শাওনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ লোকজন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নুরুন্দিতে তার বাবা মোহাম্মদ আলীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এরপর সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের শহরের বকুলতলার দোতালা বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। এসময় শত শত বিক্ষোভকারী এক্সকাভেটর দিয়েও ভাঙচুর চালান।
এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর মির্জা আজমের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা।
এসব বিষয়ে জানতে চাইলে নুরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফর রহমান বলেন, 'বিষয়টি আমি শুনেছি, কিন্তু কে বা কারা জড়িত, সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।'
এদিকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে হেফজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পক্ষে কিছুদিন আগে সরব হয়েছিলেন শাওন। যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা করেন অনেকে।