এখনও মামলা হয়নি, শাওন-সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে: ডিবি
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে। এখনও তাদের বিরুদ্ধে মামলা হয়নি।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
রেজাউল করিম মল্লিক বলেন, 'রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের দুজনকে আটক করা হয়েছে। আটকের পর ডিবি কার্যালয়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদ করা হবে।'
তিনি আরও বলেন, 'এখনও পর্যন্ত মামলা হয়নি। কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে বা কী করা হবে, সেই সিদ্ধান্ত এখনও হয়নি।'