৩২ নম্বরে মুজিবের বাড়ির কাছে নির্মাণাধীন ভবনের বেজমেন্ট আসলে পার্কিং লট, আয়নাঘর নয়
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/mujib_house_.jpg)
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ডের চারটি ফ্লোর কোনো গোপন আটককেন্দ্র নয়, বরং এগুলো গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
এর আগে ভবনটির এ ফ্লোরগুলোর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে এ নিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা ও এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়। এমনকি উৎসুক জনতা সেটি দেখতে ভিড় জমান।
ভবনটির গ্রাউন্ড ফ্লোরের নিচে আন্ডারগ্রাউন্ডে চারটি ফ্লোর ঘিরে এ সন্দেহ তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের সন্দেহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিএফআই, পুলিশ, র্যাবসহ তার বিশ্বস্ত প্রশাসনের আয়নাঘরের বাইরে দলীয় নেতা-কর্মীদের দিয়ে নতুন এ আয়নাঘর তৈরি করেছে।
তবে কেউ কেউ বলছেন, ফ্লোরগুলো বহুতল ভবনটির গ্যারেজ হতে পারে।
জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, "আমাদের লোক সেখানে আছে। তবে আয়নাঘর সংক্রান্ত কোনো তথ্য আমরা পাইনি।"
এক প্রত্যক্ষদর্শী বলেন, নির্মাণাধীন ভবনটির গ্রাউন্ড ফ্লোরের নিচে আরও চার থেকে পাঁচতলা রয়েছে। সেখানে পানি দিয়ে পূর্ণ থাকায় নিচে যেতে পারেননি তারা। এটি নতুন কোনো আয়নাঘর হতে পারে। জুলাই আন্দোলনের ছাত্র-জনতাকে হত্যা করে সেখানে রাখার জন্য এই আয়নাঘর বানানো হতে পারে বলে তার ধারণা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, ভবনটির গ্রাউন্ড ফ্লোরের নিচে চার তলার মতো আন্ডারগ্রাউন্ড রয়েছে। জায়গাটি পানির নিচে তলিয়ে আছে। উপস্থিত লোকজন জায়গাটিকে আয়নাঘর বলে ধারণা করছেন।
একটি ভিডিওতে দেখা যায়, গ্রাউন্ড ফ্লোরের নিচে একটি ফ্লোরে লোহার শাবল ও হাতুড়ি দিয়ে গর্ত করছে একটি দল। একপর্যায়ে দেখা যায়, ফ্লোরসহ পুরো জায়গা অন্ধকার।
আরেক ভিডিওতে দেখা যায়, মোবাইলের লাইট দিয়ে উকি দিয়ে গর্তের ভেতরে দেখছেন লোকজন। একটি কুকুর নিয়ে বেশ কয়েকজনকে সেখানে অনুসন্ধান করতে দেখা গেছে।