নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রতিবেদন: ১৬ ক্ষেত্রে দুই শতাধিক সুপারিশ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/b0f1a89a03aeaeba57bd46aa0574c923470271285de08887.jpg)
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ১৬টি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে ১৮৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পৃথক ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
কমিশনের অগ্রাধিকারে থাকা ক্ষেত্রগুলো হলো- নির্বাচন কমিশন, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন, সংসদের উচ্চকক্ষের নির্বাচন, সংসদ নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন, কার্যকর সংসদ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ, জাতীয় পরিচয়পত্র, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ, ভোটার তালিকা হালনাগাদকরণ, প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা এবং অনলাইন ভোটিং ব্যবস্থা।
ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন এসব ক্ষেত্র সংস্কারে দুই শতাধিক সুপারিশ করেছে।
কমিশনের প্রস্তাবনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, নারী আসনসহ সংসদীয় আসন ৪০০-তে উন্নীতকরণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন, হলফনামায় মিথ্যা তথ্য প্রমাণ হলে প্রার্থিতা বাতিলের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
এছাড়াও ২০১৮ সালে 'রাতের ভোটের' আয়োজনকারী এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনা, আইসিটি আইনে সাজাপ্রাপ্তদের কোনো দলের সদস্য না করা, গুম-খুনসহ মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের নির্বাচনের বাইরে রাখার বিধান ও ৪০ শতাংশ ভোট না পড়লে সংশ্লিষ্ট আসনে পুনরায় নির্বাচন আয়োজনসহ নানা বিষয় প্রস্তাবনায় প্রধান্য পেয়েছে।