আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, কিশোর গুলিবিদ্ধ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/savar_pretty_jhut_clash_i.jpg)
ঢাকার সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল ও ট্রাক ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। এতে কাপ্তান মিয়া (১৬) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছেন।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া-বাগবাড়ি সড়কে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কাপ্তান স্থানীয় একটি দোকানের বিক্রয়কর্মী। তার বাড়ি হবিগঞ্জ। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে শেখ আবু জাফর নামে আরও একজন আহত হয়েছেন।
জানতে চাইলে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক এইচ এম আসাফ উদ্দৌলা রিজভী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গুলিবিদ্ধ কাপ্তান নামে এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছে। তার পিঠে গুলি লেগেছে। তিনি এখন চিকিৎসাধীন।'
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ঝুট নিয়ে আসছিলেন আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি বকুল ভুইয়া। সম্প্রতি এই ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চান ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুর অনুসারী ও সাবেক যুবদল নেতা শরীফ চৌধুরী। আজ বকুল ভুইয়ার অনুসারীরা কারখানা থেকে ঝুট নিয়ে যাওয়ার সময় শরীফ চৌধুরীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়।
![](https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/09/461749ea7220ecee24de7d3eb5886b60-67a8a26746642_0.jpg)
এ বিষয়ে বকুল ভুইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কারখানার সঙ্গে আমার চুক্তি রয়েছে। সকালে শুনি শরীফ চৌধুরীর লোকজন ঝামেলা করছে। পরে পুলিশের সহযোগিতায় আমার লোকজন ঝুট নিয়ে বের হয়। তবে শরীফ চৌধুরীর বাড়ির সামনে গেলে ছাদ থেকে গুলি করা হয় ও ট্রাকে আগুন দেওয়া হয়। এতে আমাদের দুজন গুলিবিদ্ধ হন।'
তবে শরীফ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুর নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
জানতে চাইলে প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার রাকিবুল বলেন, 'আমাদের কারখানার ভেতরে কোনো ঝামেলা হয়নি। বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে বকুল ভুইয়ার চুক্তি রয়েছে। তিনি চুক্তি অনুযায়ী ঝুট নেন।'
অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবীর বলেন, 'রনি ভুইয়ার লোকজন ঝুট নিয়ে যাওয়ার সময় শরীফ চৌধুরীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধ হয়েছেন। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'