চট্টগ্রামে ‘ডিজে পার্টি’তে পুলিশের হানা: অবৈধ মদসহ গ্রেপ্তার ২৫
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/arrest-tbs.jpg)
চট্টগ্রাম শহরের ২ নম্বর গেট এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এক নেতার মালিকানাধীন একটি ভবনে 'ডিজে পার্টি'তে অভিযান চালিয়ে ২৫ জন যুবক-যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৭০ ক্যান অবৈধ মদও (বিয়ার) উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে আইয়ুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় চালানো এই অভিযানে আটজন পুরুষ ও ১৭ জন নারীকে আটক করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই। থানা এ পার্টির বিষয়ে আগে থেকে অবগত ছিল না। এছাড়া, আটককৃতদের একজনের কাছ থেকে বিয়ার উদ্ধার হওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'গ্রেপ্তারকৃতরা ডিজে পার্টির আড়ালে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের সকালে আদালতে হাজির করা হয়েছে,' তিনি জানান।
পুলিশের তদন্তে জানা গেছে, অভিযানের সময় যেখানে পার্টি চলছিল, সেই ভবনটি এলডিপি নেতা মোহাম্মদ আইয়ুব আলীর মালিকানাধীন। সপ্তম তলার খালি জায়গাটি পার্টির জন্য ভাড়া নেওয়া হয়েছিল। মঞ্জু নামক এক ব্যক্তি ৫০ হাজার টাকায় ফ্লোরটি ভাড়া নিয়ে ডিজে পার্টির আয়োজন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
সারারাত পার্টিতে উচ্চশব্দে গান বাজানো হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পার্টিতে 'অনৈতিক কার্যকলাপে মদত' দেওয়া হয় এবং অতিথিরা গভীর রাত পর্যন্ত 'মাদক সেবন ও উদ্দাম নৃত্যে' মেতে ওঠেন।
এ বিষয়ে জানতে চাইলে ভবনের মালিক ও এলডিপি নেতা আইয়ুব আলী টিবিএসকে বলেন, 'আমি শুনেছিলাম সেখানে একটি জন্মদিনের পার্টি হচ্ছে। তত্ত্বাবধায়ক জায়গাটি ভাড়া দিয়েছিলেন। পরে যখন ঝামেলার কথা জানতে পারি, তখনই তত্ত্বাবধায়ককে ওসব তরুণ-তরুণীদের বের করে দিতে বলি। কিন্তু ততক্ষণে পুলিশ চলে আসে।'
তিনি আরও বলেন, 'এর আগে এমন কিছু হয়নি। আগে সেখানে জাইকার একটি অফিস ছিল। আমি জানতাম না মঞ্জু ওই জায়গাটি এ ধরনের পার্টির জন্য ভাড়া নিয়েছিল।'