সিরাজগঞ্জে শিক্ষার্থীদের অবরোধ, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/img-20250210-wa0003.jpg)
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এতে ঢাকা-রাজশাহী মহাসড়কে সকল প্রকার যান চলাচল এবং ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন।
সন্ধ্যা সাতটার দিকে যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশন মাস্টার মনিরুজ্জামান বলেন, 'শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ও কুড়িগ্রাম থেকে ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশনে আটকে রেখেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।'
অন্যদিকে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'বৈষম্যবিরোধী কমিটিতে আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান না দেয়ার অভিযোগ তুলে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরা এই আন্দোলন করছে। আমরা তাদের বারবার অনুরোধ করছি, তবুও তারা সড়ক ছাড়ছেন না '
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, 'পদবঞ্চিত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।'
এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়।
এরপর থেকেই কমিটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।