র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা, মার্কিন দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশে মার্কিন দূত আর্ল মিলারকে তলব করে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
উল্লেখ্য, শুক্রবার ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারি থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'মানবাধিকারের চরম লঙ্ঘনে' জড়িত থাকার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
র্যাব ছাড়াও চীন, মায়ানমার ও উত্তর কোরিয়ার গুরত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং কিছু সংস্থার ওপর মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের 'বিচারবহির্ভূত' হত্যাকাণ্ডের সঙ্গে বর্তমান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও র্যাব-৭ এর সাবেক কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদের জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এ নিষেধাজ্ঞা জারি করেছে। ২০১৮ সালের মে মাসে মাদকবিরোধী এক অভিযানের সময় নিহত হন একরামুল হক।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ র্যাব, বেনজীর আহমেদ ও অন্য পাঁচজন সাবেক ও বর্তমান র্যাব কর্মকর্তা ওপর গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, ইও ১৩৮১৮ এর অধীনে 'দায়িত্বপালনের সময়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের' দায়ে অভিযুক্ত করেছে।
নিষেধাজ্ঞা আরোপকৃত অন্যান্যরা হলেন-
• চৌধুরী আবদুল্লাহ আল মামুন; ডিজি, র্যাব (১৫ এপ্রিল, ২০২০ থেকে বর্তমান)
• খান মোহাম্মদ আজাদ; অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), র্যাব (১৬ মার্চ, ২০২১ থেকে বর্তমান)
• তোফায়েল মুস্তফা সরওয়ার; সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), র্যাব (২৭ জুন, ২০১৯ থেকে ১৬ মার্চ, ২০২১)
• মোহাম্মদ জাহাঙ্গীর আলম; সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), র্যাব (১৭ সেপ্টেম্বর, ২০১৮ থেকে ২৭ জুন, ২০১৯)
• মোহাম্মদ আনোয়ার লতিফ খান; সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), র্যাব (২৮ এপ্রিল, ২০১৬ থেকে ১৭ সেপ্টেম্বর, ২০১৮)
র্যাব ছাড়াও চীন, মায়ানমার ও উত্তর কোরিয়ার গুরত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং কিছু সংস্থার ওপর মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সংক্রান্ত প্রতিষ্ঠান 'সেন্সটাইম গ্রুপ'কেও বিনিয়োগের কালো তালিকার অন্তর্ভুক্ত করেছে দেশটি।
ইও ১৩৮১৮ এর দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পত্তির ওপর অবরোধ আরোপ করা বোঝায়। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞার শিকার হয়েছে।
কানাডা ও যুক্তরাজ্য ছাড়াও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া, জো বাইডেন মার্কিন ক্ষমতায় আসার পর পরই ওয়াশিংটন উত্তর কোরিয়ার ওপর সর্বপ্রথম নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
জানা গেছে, মানবাধিকার দিবস উপলক্ষে বিশেষ করে, মিয়ানমারের সামরিক সংস্থাগুলোকে উদ্দেশ্য করে নিষেধাজ্ঞার এই তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।