সহজে সেবাদানে খোলা আকাশের নিচে অফিস করছেন পটিয়া উপজেলার এসি (ল্যান্ড)
জমি-সংক্রান্ত সেবা সহজীকরণ ও সেবা গ্রহণের ক্ষেত্রে প্রতারণা বন্ধের লক্ষ্যে অফিসকক্ষের বাইরে খোলা আকাশের নিচে অফিস শুরু করেছেন চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন।
গতকাল থেকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিনি এই সেবা চালু করেন। এ সময় জমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আসা সেবা গ্রহীতাদের তিনি সরাসরি সেবা দেন।
এ বিষয়ে সহকারী কমিশনার মো. রাজিব হোসেন বলেন, 'অনেক দূর থেকে আমার কাছে জমি-সংক্রান্ত সমস্যা সমাধানের আশায় আসেন। কিন্তু আমার কক্ষে যাওয়াটা সহজ ভাবেন না। এজন্য বাইরের কারো শরাণাপন্ন হয়ে কাজটা সমাধানের চেষ্টা করেন। আর এতে দালাল শ্রেণী সুযোগ নেয়। সেটা রুখতে এবং তারা যেন সহজে আমার সাথে সমস্যা নিয়ে কথা বলতে পারে এজন্য এই উদ্যোগ।'
খোলা আকাশের নিচে এই সেবা চালুর পর তিনজন সেবাপ্রত্যাশীর নথি অনুমোদন করে খতিয়ান হাতে হাতে দেওয়া হয় বলে জানান তিনি।
এছাড়া একইসাথে আরো ৩৫টি নতুন খতিয়ান অনুমোদন করে তা দ্রুত সেবাপ্রত্যাশীর কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয় এবং ১১টি নামজারি নথি অনুমোদন ও ১৩ জন সেবা প্রত্যাশী জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে এলে তাদের আবেদন গ্রহণ করে সঠিক পরামর্শ দিয়ে তা দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশন দেন। এখন থেকে প্রতিদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।