বাংলাদেশকে আরও ১৮ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ ফাইজারের কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।
এ চালানের মাধ্যমে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ১ কোটি ৮৫ লাখ ডোজ টিকা প্রদান করল বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, "আমরা ফাইজারের টিকার আরেক দফা চালান অনুদান হিসেবে দিতে পেরে আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশের করোনাবিরোধী টিকা প্রদানের গতি বজায় রাখতে আমরা ভূমিকা রেখে চলেছি।"
তিনি আরও বলেন, এই বছরের শেষ নাগাদ বাংলাদেশের সক্ষম ৪০% জনসংখ্যার টিকা গ্রহণের যে লক্ষ্যমাত্রা তা পূরণে অবদান রাখবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সহায়তা করছে। এর মধ্যে রয়েছে প্রায় ৭,০০০ স্বাস্থ্যসেবা কর্মীর নিরাপদে ভ্যাকসিন পরিচালনার প্রশিক্ষণ এবং সারা দেশে কোভিড-১৯ ভ্যাকসিন সঠিকভাবে সংরক্ষণ ও পরিবহনের জন্য ফ্রিজার ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা।