গণতান্ত্রিক রাষ্ট্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংস্কৃতি উৎসাহিত করা উচিত নয়: ইসি মাহবুব
দেশে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠু প্রক্রিয়া নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।
সংবাদ সূত্রের বরাত দিয়ে ইসি জানান, সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৬০ জন চেয়ারম্যান এবং অন্যান্য পদে ১৬০০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এধরনের নির্বাচনকে উৎসাহ দেওয়া উচিত নয়।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
সভায় অংশগ্রহণকারীরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের নানান প্রতিবন্ধকতার ব্যাপারে নিজস্ব মত তুলে ধরেন। এবং আগের নির্বাচনগুলোর তুলনায় ভালোভাবে এবারের নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন পরামর্শ দেন।
এসময় মাহবুব তালুকদার মন্তব্য করেন, নির্বাচনপ্রক্রিয়া পরিবর্তন করলে এ অবস্থা বদলাবে কিনা তা নিয়ে ভাবতে হবে। ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনে দায়িত্বে থাকবেন, তারা এবিষয়টি ভেবে দেখবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।
সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিরবীজি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামন, নগর পুলিশের কমিশনার সালেহ মো. তানভীর প্রমুখ।