একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই
একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬।
আজ শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় গত ১৬ ডিসেম্বর তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই সাংবাদিক কিছুদিন আগে করোনায়ও আক্রান্ত হয়েছিলেন।
রিয়াজউদ্দিন আহমেদ দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। রিয়াজউদ্দিন আহমেদ, ডিআরইউ নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন।
'দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেস' এবং 'নিউজ টুডে'র সাবেক সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৩ সালে একুশে পদক পান।
তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতিও ছিলেন।