আমেরিকার নিষেধাজ্ঞা নিয়ে আমরা চিন্তিত, তবে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়নি: বিজিএমইএ সভাপতি
বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সংস্থাটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা আরোপ নিয়ে নিজেরা চিন্তিত বলে জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ'র সভাপতি ফারুক হাসান। তবে এ কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর বিজয়নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) আয়োজিত 'ইআরএফ ডায়ালগ' অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, "আমরা আমাদের জায়গায় ঠিক আছি, তাদের সাথে কাজ করছি। ক্রেতাদের সাথে সম্পর্ক রাখছি। এসব কারণে আমাদের অর্ডার বাতিল হয়নি। এছাড়া এ নিয়ে তাদের কেউ আমাদের সাথে আলাপ করেনি।"
তবে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়ায় কিছু অর্ডার দেরি হচ্ছে বলে জানান তিনি।
"যুক্তরাষ্ট্র আমাদের বড় মার্কেট। আমরা কোনো বাজার হারাতে চাই না। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে," বলেন তিনি।
ইআরএফ এর সহসভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে হওয়া এ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।