পরিবারের সদস্যদের ভোট না পেয়ে সম্পর্ক ছিন্নের ঘোষণা পরাজিত প্রার্থীর
ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরিবারের সব সদস্যের ভোট না পেয়ে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন এক পরাজিত প্রার্থী।
ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের। ওই প্রার্থীর নাম মানিকুর রহমান মানিক। তিনি ৪নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামরাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে সদস্য পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২০৮৬ জন। এর মধ্যে ১৪২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে মানিক পেয়েছেন মাত্র ৩ ভোট। তবে তার পরিবারের সদস্যদের মধ্যে ৬জন ভোটার রয়েছেন। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা মানিকের চাচা আতিকুর রহমান পেয়েছেন ২০৮ ভোট। নির্বাচনে সিলিং ফ্যান প্রতীকে প্রতিদ্বন্দ্বীতাকারী লুক্কু মিয়া ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হন। ভোটে হেরেই ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন মানিক।
এ বিষয়ে মানিকুর রহমান মানিক জানান, বাবা ও দুই ভাই তাকে ভোট দেননি। তবে তার মা এবং স্ত্রী ভোট দিয়েছেন। এমনকি ভোট কেন্দ্রে দায়িত্বরত তার পোলিং এজেন্টরাও তাকে ভোট দেননি।
তবে মানিকের চাচা ও আরেক পরাজিত প্রার্থী আতিকুর রহমান বলেন, মানিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আমার ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার প্রতি আমার কোন ক্ষোভ নেই।