একান্ত প্রয়োজন না হলে ভারত ভ্রমণে বিরত থাকুন: দোরাইস্বামী
ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ক্রমশ বাড়ছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী তাই বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে আজ করোনাপ্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেন দোরাইস্বামী। সেখানেই তিনি বলেন, "শুধু বাংলাদেশিই নয়, আমি বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকসহ সকলকে এ মুহূর্তে ভারত সফর এড়াতে অনুরোধ করব।"
এদিকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, এ বিষয়ে আলোচনা চলছে।
ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের জন্য কোভিড-১৯ টিকার বুস্টার ডোজের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, স্বাস্থ্যগত নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে ভ্রমণ তিনিও নিরুৎসাহিত করছেন।
সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মোমেন বলেন, এই মুহূর্তে সরকারের লকডাউনের কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, "আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আরেক দফা লকডাউনে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।"
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং তারা আরও ৩১ কোটি ডোজ সংগ্রহের পথে আছেন।
খবর অনুযায়ী, এখন পর্যন্ত দেশে সাত কোটিরও বেশি মানুষ করোনার টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন।