পিতামাতার পরিচয় না জানা ব্যক্তিরাও পাবেন জাতীয় পরিচয়পত্র: সিইসি
নিজ নিজ পিতা-মাতার নাম উল্লেখ না করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিবন্ধন করা কারো পক্ষে সম্ভব নয়। তবে, বাবা-মায়ের সন্ধান না জানলেও একজন বাংলাদেশি নাগরিককে অবশ্যই এনআইডি দিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, "বিদ্যমান আইন অনুযায়ী এনআইডি রেজিস্ট্রেশনের সময় একজন ব্যক্তিকে তার বাবা ও মায়ের নাম উল্লেখ করতে হয়। ফলে বাবা মায়ের পরিচয় না জানা ব্যক্তির পক্ষে এনআইডি পাওয়া সম্ভব নয়।"
"আমরা শীঘ্রই তাদেরকে এনআইডি প্রদান এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছি। এ বিষয়ে প্রচেষ্টা চলছে," যোগ করেন কে এম নুরুল হুদা।
তিনি আরও বলেন, "নির্বাচনের সঠিক তথ্য পেতে একটি আদমশুমারি করতে হবে। আমরা এই বছর এটি করার পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু এখন বিষয়গুলো অনিশ্চিত।"
কোভিড-১৯ মহামারী সত্ত্বেও সাম্প্রতিক সব নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানায় ইসি।
এদিকে, সিইসি তার পূর্বসূরি এটিএম শামসুল হুদার সমালোচনা করে বলেন, "কমিশনের দায়িত্ব নির্বাচন করা। তবে তিনি (শামসুল হুদা) সংসদ ভেঙে দেওয়ার ৬৯০ দিন পর ২০০৮ সালের জাতীয় নির্বাচন করেছিলেন। সংবিধান লঙ্ঘনের অধিকার তাকে কে দিয়েছে?"