অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে বাংলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।
বিশিষ্ট শিল্পী ও নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশে মহামারির তৃতীয় তরঙ্গের মধ্যে এবার আদৌ বইমেলা অনুষ্ঠিত হবে কিনা- তা নিয়ে সংশয় দেখা দেয়। তবে সব জল্পনা দূর করেই ১৫ - ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ দিনের জন্য মঙ্গলবার থেকে অমর একুশে বইমেলা-২০২২ শুরু হয়েছে।
এদিকে মহামারি পরিস্থিতির উন্নতি হলে বইমেলার মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাংলা একাডেমি আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান।
এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ৭০ বছর এবং দেশের প্রথম সংবিধান প্রণয়নের ৫০তম বার্ষিকীকে স্মরণে পালিত হবে অমর একুশে বইমেলা।
বইমেলায় আগতরা দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন। তবে ছুটির দিনে সকাল ১১টায় প্রবেশ করা যাবে।
এছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় প্রবেশ করা যাবে। আর বন্ধ করা হবে রাত সাড়ে ৮টায়।