সরকারি নিয়োগ ও পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী বাড়লো প্রায় ৫০ শতাংশ
সরকারি নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বিভিন্ন কমিটির সদস্য এবং পরীক্ষা নেওয়া ও খাতা মূল্যায়নের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ও পারিতোষিক সুবিধা প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
নিয়োগ ও পদোন্নতির পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা, বিভাগীয় নির্বাচন ও পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী এবং মৌখিক পরীক্ষা বোর্ডের সদস্যদের জনপ্রতি সম্মানী ৩০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে।
প্রতিটি লিখিত উত্তরপত্র মূল্যায়নে এতোদিন ৭৫ টাকা দেওয়া হতো, এখন দেওয়া হবে ১২০ টাকা। এছাড়া, প্রতিটি পূর্ণ অবজেকটিভ উত্তরপত্রের বরাদ্দ ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।
পরীক্ষা নেওয়া কিংবা প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের সময় জনপ্রতি দুপুর/রাতের খাবারে বরাদ্দ ছিল ২০০ টাকা, এখন তা বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে। তাছাড়া, এতোদিন নাস্তা বাবদ কোন টাকা দেওয়া হতো না, এখন জনপ্রতি সর্বোচ্চ ২০০ টাকা দেওয়া হবে।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সব ধরনের কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যেকে প্রতিদিনের জন্য এতোদিন ৫০০ টাকা করে পেতেন। এখন ৯ম গ্রেড বা তদুর্ধ্ব কর্মকর্তাদের জন্য ১০০০ টাকা, ১০তম গ্রেড থেকে ১৬তম গ্রেড পর্যন্ত ৮০০ টাকা এবং ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
যে ভেন্যুতে পরীক্ষা হবে, ওই প্রতিষ্ঠানের প্রধান বা তার মনোনিত সমন্বয়কারী এতোদিন কোন সম্মানী পেতেন না, এখন থেকে তারা ৩০০০ টাকা পাবেন।
এছাড়া, লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক প্রতিদিনের জন্য সম্মানী পাচ্ছেন ১২০০ টাকা। এটি বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।
লিখিত পরীক্ষার প্রতি পরীক্ষার্থীর আসন বিন্যাসের জন্য ২ টাকা করে দেবে সরকার, এতোদিন এ কাজে কোন টাকা দিতে হতো না।
একইভাবে লিখিত পরীক্ষার উত্তরপত্র তৈরির জন্য পরীক্ষার্থী প্রতি এতোদিন কোন টাকা দেওয়া হতো না, এখন থেকে প্রতি পরীক্ষার্থীর জন্য ৫ টাকা করে দেওয়া হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, একই কার্যদিবসে পদোন্নতির একাধিক সভার ক্ষেত্রে একটির বেশি সম্মানী পাবেন না। একই দিনে একাধিক পদে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হলেও সর্বোচ্চ ২টি সম্মানী প্রাপ্য হবেন।
সরকারি স্কুল-কলেজ পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য কোনো কেন্দ্র ফি বা অন্য কোনো চার্জ আরোপ করা যাবে না বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।