নিয়োগ পরীক্ষার আবেদন ফি এখন থেকে সর্বোচ্চ ২০০ টাকা
এখন থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সব সরকারি চাকরি এবং ব্যাংক-বিমা প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি হিসেবে দিতে হবে সর্বোচ্চ ২০০ টাকা।
বুধবার (৪ ডিসেম্বর) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
সভাশেষে জনপ্রশাসন সচিব সাংবাদিকদের বলেন, 'সচিব কমিটি সিদ্ধান্ত নিয়েছে, বিসিএসসহ সব সরকারি চাকরি এবং ব্যাংক-বীমার চাকরির আবেদনের ফি সর্বোচ্চ ২০০ টাকা করা হবে।'
বিসিএস পরীক্ষার আবেদন ফি আগে ছিল ৭০০ টাকা। সংশোধিত প্রস্তাবে পিএসসি এ আবেদন ফি ৩৫০ টাকা করার প্রস্তাব করে।
'তবে আজ সচিব কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এটা হবে ২০০ টাকা। পিএসসিতে ৪৭তম বিসিএসে আবেদন করতে হলে ২০০ টাকা লাগবে,' বলেন জনপ্রশাসন সচিব।