শনিবার আবার বৈঠকে বসবে সার্চ কমিটি
শনিবার আবারও বৈঠকে বসবে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার মনোনীত করার লক্ষ্যে গঠিত সার্চ কমিটি।
আজ বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বৈঠকের পর এ তথ্য জানান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম।
তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তিনি বলেন, 'এই মুহূর্তে আমি বৈঠকের বিষয়ে কথা বলতে চাই না। আশা করি শনিবার বিস্তারিত জানাতে পারব।'
তালিকা থেকে কারও নাম বাদ পড়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
আগামী ২৪ ফেব্রুয়ারি সার্চ কমিটি তাদের সুপারিশকৃত নাম রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠাবে।
এর আগে, ১৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য জন্য সার্চ কমিটিতে প্রস্তাব করা ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। তবে কোন দল, সংগঠন বা পেশাজীবীরা এসব ব্যক্তির নাম প্রস্তাব করেছে, তা প্রকাশ করা হয়নি।
প্রকাশিত তালিকায় ৬১ জন সাবেক সচিব, দুই সেনাপ্রধানসহ ১৮ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, দুই প্রধান বিচারপতিসহ ১৫ জন বিচারপতির নাম রয়েছে। এছাড়া, পুলিশের দুই মহাপরিদর্শক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা ব্যক্তিদের নাম রয়েছে তালিকায়।
সার্চ কমিটি শনি ও রোববার দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তিনটি বৈঠক করে। মঙ্গলবার চার সিনিয়র সাংবাদিকের সঙ্গেও বৈঠক করেছে কমিটি।
আমন্ত্রিত নাগরিকরা সার্চ কমিটিকে সৎ, যোগ্য, সাহসী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার পরামর্শ দেন। নতুন ইসিতে জন্য নারী, সংখ্যালঘু ও গণমাধ্যম প্রতিনিধিদের রাখার পরামর্শও দিয়েছেন তারা।
এর আগে ৬ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্য নাম চেয়ে বিজ্ঞপ্তি জারি করে কমিটি।