রাজধানীতে ধর্ষণের শিকার কলেজছাত্রী, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
রাজধানীতে একাদশ শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযুক্ত মনির হোসেন শুভকে (২২) ঢাকার লালবাগ এলাকা থেকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুভ বিবিএর ছাত্র। প্রায় এক মাস আগে লালবাগের একটি বাড়িতে তার এক বন্ধুর মাধ্যমে ওই ছাত্রীর সাথে তার দেখা হয় বলে জানিয়েছে র্যাব।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় তারা।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ভিকটিম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) অপহরণের পর গত চারদিন ধরে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে।
"শনিবার সকাল ১০টার দিকে আমি প্রাইভেট টিউশনে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। লালবাগ এলাকায় পৌঁছালে শুভ ও আলামিন নামে দুজন আমাকে অপহরণ করে," বলেন ওই ছাত্রী।
"তারা আমাকে একটি অজানা জায়গায় নিয়ে গিয়ে চার দিন ধরে ধর্ষণ করে। সেখানে তারা আমাকে মাদক সেবন করতে বাধ্য করে," যোগ করেন তিনি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে দুষ্কৃতীরা তাকে ফেলে দেয়।