সার্চ কমিটির নাম প্রকাশে পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হয়নি: সুজন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে প্রস্তাবিত নামের যে তালিকা সার্চ কমিটি প্রকাশ করেছে তাতে পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হয়নি বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
বৃহস্পতিবার ভার্চুয়াল একটি সংবাদ সম্মেলনে নাগরিক সংগঠনটি দাবি করে, যাদের নাম প্রস্তাব করা হয়েছে তা প্রকাশ করলেও, কারা প্রস্তাব করেছে সেই তথ্য সার্চ কমিটি প্রকাশ করেনি। ফলে অসম্পূর্ণ তথ্য প্রকাশ করলে বা তথ্য গোপন করলে স্বচ্ছতা নিশ্চিত হয় না।
সুজনের বক্তারা আহ্বান জানিয়েছেন, সার্চ কমিটি যেন পরিপূর্ণ স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা করে অভিজ্ঞ, সৎ, সাহসী ও সুনামের অধিকারী ব্যক্তিদের খুঁজে বের করে।
মূল বক্তব্যে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আইন অনুযায়ী 'স্বচ্ছতা ও নিরপেক্ষতার' নীতি অনুসরণ করে সার্চ কমিটির যথাযথ কার্যপদ্ধতি নির্ধারণ করা আবশ্যক।
বদিউল আলম প্রথম বৈঠকে অংশ নেওয়া একজন সদস্যের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, "গতবার সার্চ কমিটি যেভাবে কাজ করেছিল এবারও সেভাবে কার্যক্রম পরিচালনা করবে। আমাদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি করেছে। কারণ গত অনুসন্ধান কমিটির কাছে দাবি জানানো সত্ত্বেও কোনোরূপ স্বচ্ছতার চর্চা করেনি।"
এছাড়াও ২০১৭ সালের অনুসন্ধান কমিটি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে কিনা সে ব্যাপারেও গুরুতর প্রশ্ন উঠেছে। তাই কমিটিকে পরিপূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রদর্শনের জন্য কমিটির কার্যপদ্ধতি অবিলম্বে জনগণকে অবহিত করা প্রয়োজন বলে মনে করেন বদিউল আলম।
তিনি বলেন, অনুসন্ধান কমিটিকে শুধু নিরপেক্ষতা প্রদর্শন করলেই হবে না, কমিটি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে তাও জনগণের কাছে প্রতীয়মান হতে হবে। এছাড়া কী মানদণ্ডের ভিত্তিতে ও কী পদ্ধতিতে কমিটি তার বিবেচনাধীন ব্যক্তিদের সুনাম যাচাই করবেন তাও জনগণকে জানানো জরুরি।
তিনি মনে করেন, সৎ ও সুনামের অধিকারী লোক পেতে কমিটির উচিত প্রাথমিকভাবে প্রকাশিত ৩২২ জনের (সঠিক সংখ্যা ৩১৫ জন) নামের পাশাপাশি প্রস্তাবকারী ব্যক্তি, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নাম প্রকাশ করা। একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ ও তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা, তাদের সম্পর্কে শুনানী করা এবং বিভিন্ন সূত্র থেকে তাদের সম্পর্কে তথ্য নেওয়া।
এছাড়া স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে কাজ সম্পন্ন হওয়ার পর কমিটির কাজের প্রক্রিয়াসহ একটি প্রতিবেদন প্রণয়ন ও প্রকাশ করা উচিত, যোগ করেন তিনি।
সুজনের নির্বাহী সদস্য ড. শাহদীন মালিক বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো দেশে যেন একটা ভালো নির্বাচন হয়। আর এর প্রথম ধাপ হল ভালো নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কমিটি যে পদক্ষেপ নিয়েছে তা আগের তুলনায় ভালো, কিন্তু শুধু নাম প্রকাশ না করে কোন দল কার নাম দিয়েছে সেটাও প্রকাশ করা উচিত। এতে করে নির্বাচন সম্পর্কে দলগুলোর দৃষ্টিভঙ্গি বোঝা যাবে।
এদিকে প্রকাশিত তালিকায় নামের বানান ও পদবী ভুলের বিষয় টেনে নির্বাহী সদস্য রোবায়েত ফেরদৌস অনুসন্ধান কমিটির কাজের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন।