জুন থেকেই শতভাগ এসএমএস বাংলায় পাঠাবে মোবাইল অপারেটররা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইল অপারেটরদের থেকে গ্রাহকদের জন্য সকল ধরনের এসএমএস ও নোটিফিকেশন বাংলা ভাষায় প্রেরণ কর্মসূচির উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।
রোববার (২০ জানুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সম্মেলন কেন্দ্রে (বিটিআরসি) এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
এদিকে দেশের চারটি মোবাইল অপারেটর তাদের মোট খুদে বার্তার (এসএমএস) ৮৭ শতাংশ ইতোমধ্যেই বাংলায় রুপান্তর করেছে। কিছুক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া আগামী জুনের মধ্যে শতভাগ এসএমএস বাংলায় পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে তারা।
চারটি অপারেটরের মধ্যে গ্রামীণফোনের ৮ শতাংশ খুদে বার্তা এখনো বাংলা ভাষায় রুপান্তর করা হয়নি। অন্যদিকে, রবির ১৫ শতাংশ, বাংলালিংকের ৫ এবং টেলিটকের ১১ শতাংশ এসএমএস এখনো ইংরেজিতে দেয়া হচ্ছে।
গ্রাহকের কাছে বাংলা খুদে বার্তা দেয়ার মিশনে সবচেয়ে এগিয়ে আছে মোবাইল অপারেটর বাংলালিংক। এক্ষেত্রে মাত্র ৫ শতাংশ কাজ বাকি আছে তাদের। এরপরেই রয়েছে গ্রাহক সংখ্যায় সবচেয়ে এগিয়ে থাকা গ্রামীণফোন। অপারেটরটি খুদেবার্তার বাংলাকরণের ৯০ শতাংশ কাজ সম্পন্ন করেছে। রাষ্ট্রীয় অপারেটর টেলিটক ৮৫ শতাংশ বাংলা এসএমএস বাস্তবায়নের কাজ সম্পন্ন করেছে।
চার অপারেটরের মধ্যে তলানিতে থাকা রবি এই বাস্তবায়নের কাজ সম্পন্ন করেছে ৭৮ শতাংশ।
রোববার বিটিআরসি সম্মেলন কেন্দ্রে দেওয়া উপস্থাপনায় এসব তথ্য উপস্থাপন করেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।