টিকা নেওয়া যাত্রীদের বাংলাদেশে প্রবেশে লাগবে না করোনা টেস্ট
ডব্লিউএইচও অনুমোদিত কোভিড-১৯ এর যেকোনো টিকার ডোজ পূর্ণ করা ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের জন্য আরটি-পিসিআর টেস্ট করতে হবে না।
তবে, আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের দেশে প্রবেশের সময় টিকা দেওয়ার আনুষ্ঠানিক প্রমাণ দেখাতে হবে।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এই ঘোষণা দিয়েছে।
অন্যদিকে যারা টিকা নেন নি, এবং যাদের কোভিড-১৯ টিকার ডোজ পূর্ণ হয়নি তাদের ক্ষেত্রে আরটি-পিসিআর টেস্টের সার্টিফিকেট দেখাতে হবে।
এছাড়া বহির্গামী যাত্রীদেরকে ট্রানজিট/গন্তব্য দেশ বা এয়ারলাইন্স দ্বারা আরোপিত সর্বশেষ বিধিনিষেধ মানতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এয়ারলাইন্সগুলোকে অবশ্যই যাত্রীদের পাসপোর্টের বিশদ বিবরণ, ঠিকানা এবং বাংলাদেশের যোগাযোগ নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে সরবরাহ করতে হবে।
যদি কোনো যাত্রী দেশে আসার পর তার মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয় তাহলে সরকার-অনুমোদিত হাসপাতালে আরটি-পিসিআর টেস্টের জন্য তাদেরকে পাঠাতে হবে। টেস্টে কোভিড পজিটিভ আসলে তাদেরকে সরকার-অনুমোদিত হোটেলে কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হবে।