দেশে ফিরেছেন ‘বাংলার সমৃদ্ধি’র সেই ২৮ নাবিক
রোমানিয়ার বুখারেস্ট থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ 'বাংলার সমৃদ্ধি'র ২৮ জন নাবিক অবশেষে আজ দেশে ফিরেছেন।
নাবিকদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার (৯ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফিরে আসা এই ২৮ নাবিক হলেন- জি এম নুর ই আলম, মো. মনসুরুল ইসলাম খান, সেলিম মিয়া, রামকৃষ্ণ বিশ্বাস, মো. রোকনুজ্জামান রাজীব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মো. ওমর ফারুক, সৈয়দ আসিফুল ইসলাম, রবিউল আওয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মো. শেখ সাদী, মো. মাসুদুর রহমান, মো. জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, মো. আমিনুর ইসলাম, মো. মোহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, মো. নজরুল ইসলাম, সারওয়ার হোসাইন, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, মো. আতিকুর রহমান, মো. শফিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
গত ৬ই মার্চ তারা ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় পৌঁছান।
এর আগে মঙ্গলবার, রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী নাবিকদের বোর্ডিং এবং অভিবাসন সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমকে জানান, "মলদোভা এবং রোমানিয়া উভয় স্থানেই তাদের নিরবচ্ছিন্ন অভিবাসন, মলদোভা থেকে বুখারেস্টে (রোমানিয়ায়) হোটেলে পৌঁছে দেয়া, খাবার সরবরাহের মতো সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা।"
রাষ্ট্রদূত আরও বলেন, "বুখারেস্টে তাদের সংক্ষিপ্ত অবস্থানের সময়েও আমরা আমাদের বাসভবনে এবং মঙ্গলবার দূতাবাসে তাদের জন্য খাবারের ব্যবস্থা করি।"
এদিকে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের কাছে একটি বাঙ্কারে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএসসির উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মোঃ মুজিবুর রহমান; পরে সুবিধাজনক সময়ে মরদেহ দেশে আনা হবে।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, "ইউক্রেন পরিস্থিতির অবনতি হওয়ায় নিহত হাদিসুরের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
সেখানকার পরিস্থিতির ওপর নির্ভর করে পাঁচ-সাত দিনের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।"
এর আগে ২৯ নাবিক নিয়ে ২৩ ফেব্রুয়ারী ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়েছিল বাংলাদেশি জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি'। বন্দিদশার আটদিনের মাথায় গত বুধবার সন্ধ্যায় জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। পরদিন বৃহস্পতিবার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের সহায়তায় ২৮ নাবিককে একটি টাগবোটে করে বন্দরের বাইরে একটি বাংকারে নেওয়া হয়।
রোববার বিকেলে ২৮ নাবিক ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেন। সেখানে স্থানীয় একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।