নেত্রকোনায় সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা সম্পন্ন
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম নামাজে জানাজা তার জন্মস্থান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নের পেমই গ্রামে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ জানাজায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯২ বছর বয়সী সাহাবুদ্দীন। বিভিন্ন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন তিনি।
সাহাবুদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে অর্থনীতিতে বিএ এবং ১৯৫২ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। এরপর লাহোর সিভিল সার্ভিস একাডেমিতে সফলভাবে প্রশিক্ষণ শেষ করে ১৯৫৪ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে একটি বিশেষ কোর্সও করেছিলেন তিনি।
ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি শুরু করার পর গোপালগঞ্জ ও নাটোরে মহকুমা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি হয় তার।
১৯৬০ সালের জুন মাসে বিচার বিভাগীয় শাখায় বদলি হন সাহাবুদ্দীন। ঢাকা ও বরিশালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কুমিল্লা ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন জেলা ও দায়রা জজ হিসেবে। ১৯৬৭ সালে হাইকোর্টের রেজিস্টার হিসেবে নিযুক্ত হন সাহাবুদ্দীন।
১৯৭২ সালে হাইকোর্টের বিচারপতি বেঞ্চে জায়গা পান তিনি। আট বছর পর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।