শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় লঞ্চডুবি: ৬ জনের লাশ উদ্ধার, নিখোঁজ অনেকে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রবিবার দুপরে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এতে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি টিবিএসকে জানিয়ে নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনির বলেন, 'সন্ধ্যা পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো কারো পরিচায় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অভিযুক্ত এমভি রূপসী ৯ কার্গো জাহাজটি আটকের পর আমাদের হেফাজতে রয়েছে।'
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, দুর্ঘটনাকবলিত জাহাজে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এর মধ্যে ১০ বছরের মেয়েশিশু, প্রায় ৩ বছরের ছেলেশিশু, প্রায় ১৮ বছর বয়েসের কিশোরী এবং ২৮ বছর বয়সি নারীর মৃতদেহ রয়েছে। এছাড়াও স্থানীয়রা জয়নাল (৫০) নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে।
এছাড়া এ লঞ্চডুবির ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত আনুমানিক ২৫ জন নিখোঁজ রয়েছে বলেও জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।
এদিকে লঞ্চডুবির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে একটি বড় কার্গো জাহাজ সোজা নদী বরাবর চলছে। তার সামনে একটি ছোট লঞ্চ আটকে আছে। ধীরে ধীরে তা ডুবে যায়।
এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নারায়ণগঞ্জ নতুন ব্রিজের পাশে ওই লঞ্চটির ওপর কার্গো জাহাজ উঠে যায়। এ সময় আশপাশের নৌযান থেকে লোকজন চিৎকার করছিল, কিন্তু লঞ্চের ওপর উঠে পড়া জাহাজটি গতি না কমিয়ে চলে যায়।
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য টিবিএসকে বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্গোর মাস্টারের অসর্তকতায় এই দুর্ঘটনা ঘটতে পারে। তদন্তেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।'
এদিকে এ ঘটনার প্রকৃত কারণ জানতে নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (টিএ, অডিট ও আইন) ড. আ. ন. ম. বজলুর রশীদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এছাড়াও প্রকৌশলী ও জরিপকারক ওবায়দুল্লাহ ইবনে বশিরকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন অধিদপ্তর। এই কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকেও ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম বেপারীকে আহ্বায়ক করা হয়েছে। এ কমিটিকে সোমবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।