নর্থসাউথ শিক্ষার্থীকে হত্যাকারী কাভার্ড ভ্যানের চালক ও হেলপার গ্রেপ্তার
রাজধানীর কুড়িল ফ্লাইওভারে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ মীমকে হত্যাকারী কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ এপ্রিল) রাতেই মোঃ সাইফুল ইসলাম (চালক) এবং মশিউর (হেলপার)-কে গ্রেপ্তার করা হয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ক্যান্টনমেন্ট জোন) ইফতেখাইরুল ইসলাম।
তিনি বলেন, "রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে নর্থসাউথের শিক্ষার্থীকে হত্যাকারী গাড়ির চালক ও হেলপারকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। ঘটনার জন্য দায়ী ভ্যানটিও জব্দ করা হয়েছে।"
গ্রেপ্তাকৃতদের চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, "স্কুটারটি ধাক্কা দেওয়ার পর সাইফুল ও মশিউর তাকে চেক করতে গাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু দুর্ঘটনার ভয়াবহতা দেখে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে চট্টগ্রামে চলে যায়।"
গতকাল (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কুড়িল ফ্লাইওভারে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মাইশার স্কুটারটিকে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান ধাক্কা দেয়।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গতকালই গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, দুর্ঘটনার পর তারা ৯৯৯ নম্বরে কল পেয়ে ফ্লাইওভার থেকে গুরুতর আহত মাইশাকে উদ্ধার করে।
স্থানীয়রা উদ্ধার করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।
পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মীমের চাচা হাবিবুর রহমান চুন্নু জানান, সকালে ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে যোগ দিতে বাসা থেকে বের হয়েছিলেন তিনি।