ট্রাক চাপায় শাহীন কলেজের শিক্ষার্থী নিহত
রাজধানীর শিক্ষা ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।
আজ বুধবার (২৯ জুন) সকালে দ্রুতগামী ট্রাকের চাপায় বি এ এফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহতের নাম মোহাইমিনুল ইসলাম সিফাত (২১)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাজধানীর শিক্ষা ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।
সিফাতকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।