সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সংবাদমাধ্যম আমাদের সাহায্য করবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন সাধারণ মানুষের কাছে জবাবদিহিতা ও সচ্ছতা নিশ্চিত করতে দেশের সংবাদমাধ্যম নির্বাচন কমিশনকে (ইসি) সাহায্য করবে।
আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে তৃতীয় দফায় দেশের ২৩টি দৈনিক পত্রিকার সম্পাদকের সঙ্গে সংলাপে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "আপনাদের (সিনিয়র সাংবাদিক ও সম্পাদক) দেওয়া ফিডব্যাক ও পরামর্শ আমাদের অনুপ্রাণিত করবে, ঋদ্ধ করবে"।
"জাতির আছে জবাবদিহিতা ও সচ্ছতা নিশ্চিত করতে আমাদের সাহায্য করবে মিডিয়া"।
"আপনারা অনেকে টাকা ও ক্ষমতার প্রভাব ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগের দুটি সংলাপেও বেশ কিছু প্রস্তাব পেয়েছি আমরা। কমিশনের কর্মপরিকল্পনা তৈরির জন্য এসব আলোচনা ও যাচাই-বাছাই করা হবে"।
নির্বাচন কমিশন যাতে সঠিকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে সেজন্য সংবাদমাধ্যম সহায়তা দিবে বলে আশা প্রকাশ করেন তিনি।