চুরি হওয়া মোবাইল পাচার হচ্ছে দেশের বাইরে: ডিবি
সম্প্রতি রাজধানীতে ছিনতাই ও চুরি ব্যাপকভাবে বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ছিনতাই হচ্ছে মোবাইল। ছিনতাই হওয়া এসব মোবাইল ফোন পুনরায় ব্যবহার করতে রাজধানীর বেশকিছু মার্কেটে আইএমই নম্বর পরিবর্তন করা হয়।
মোবাইলগুলোর মধ্যে আইফোন দেশে ব্যবহার হয় না সেগুলো বিদেশে পাচার হচ্ছে। এছাড়া ছিনতাই হওয়া মোবাইল অনলাইনেও বিক্রি করা হচ্ছে ফলে অনলাইন থেকে মোবাইল কিনে অনেকেই বিপদে পড়েছেন।
গত কয়েক দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে চুরি-ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
এসময় ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, তারা দলবদ্ধভাবে ঢাকা শহরের ব্যস্ততম বাস স্টপেজে অবস্থান করে কোনো ব্যক্তিকে টার্গেট করতেন। এরপর যাত্রীবেশে বাসে উঠে সুযোগ বুঝে টার্গেটকৃত ব্যক্তিকে সুকৌশলে চেতনানাশক উপাদান প্রয়োগ করতেন। পরে ওই যাত্রীকে অচেতন করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতেন।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ঢাকায় ডিজিটাল ডিভাইস চুরি-ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। বিশেষ করে যারা ছিঁচকে চোর-ছিনতাইকারী, তারা রাস্তায় মোবাইল, স্বর্ণালঙ্কার টান দিয়ে দৌড়ে পালিয়ে যান। তাদের অধিকাংশই মাদকসেবী।
মাহবুব আলম আরও বলেন, এবার আমরা পরিকল্পনা করেছি, যারা এ ধরনের চোরাই মোবাইলের কারবার করেন, আইএমইআই নম্বর পরিবর্তন করে পুনরায় বিক্রি করেন, যাদের মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।