ট্রেনের টিকিট কিনতে লাগবে জাতীয় বা বৈধ যে কোনো পরিচয়পত্র
ট্রেনের টিকিট কেনার জন্য জাতীয় পরিচয়পত্র বা যে কোনো ধরনের বৈধ পরিচয়পত্র বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়।
আজ রেলপথ ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও কালো বাজারে টিকিট বিক্রি বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, আগামী ২৩ এপ্রিল থেকে এ বছরের ইদুল ফিতরের জন্য আগাম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
রেলপথ মন্ত্রী জানান, ২৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট পাওয়া যাবে, ২৮-৩০ এপ্রিল ও ১ মে'র টিকিট পাওয়া যাবে যথাক্রমে ২৪,২৫ ,২৬ ও ২৭ এপ্রিল।
তিনি বলেন, "ঈদের যাত্রীদের জন্য অতিরিক্ত বগি ও বিশেষ ট্রেনের সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো"।
এছাড়া, ঈদুল ফিতরের দ্বিতীয় দিন থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।