নিউমার্কেট সংঘর্ষে রাজধানীতে অচলাবস্থা
আজ (১৯ এপ্রিল) সকালে নীলক্ষেত মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে সড়কে সৃষ্ট জ্যামে অচল হয়ে পড়েছে ঢাকা।
মঙ্গলবার সকালে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে বেশ কিছু প্রাইভেট গাড়ি ছাড়া রাস্তায় তুলনামূলক কম গণপরিবহন দেখা গেছে।
এতে প্রচণ্ড গরমের মধ্যেও হেঁটে কাঙ্খিত গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন শহরের মানুষ।
অপরদিকে, ঢাকার অন্য প্রান্তে যাত্রীরা ব্যাপক যানজটের সম্মুখীন হচ্ছেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এসএস শেখ মুহাম্মদ শামীম বলেন, ঢাকা যাত্রীরা আজ ব্যাপক যানজটের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে মিরপুর রোডে (সায়েন্স ল্যাব এলাকা থেকে মিরপুর টেকনিক্যাল পর্যন্ত) ভয়াবহ জ্যামে আটকে আছেন যাত্রীরা।
"নিউ মার্কেটে সংঘর্ষের কারণে মিরপুর টেকনিক্যাল এলাকা থেকে যানবাহন শ্যামলী বা সংলগ্ন এলাকার দিকে যেতে পারেনি। ফলে লোকজনকে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে," বলেন তিনি।