ঢাকা কলেজ ও হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখান শিক্ষার্থীদের, বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কলেজ ও হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখান করে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
আগামীকাল সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণার কথা জানিয়েছেন সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়কারী ইসমাইল সম্রাট। নিউমার্কেটে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থীর আহত হওয়ার দাবি করেন তিনি।
এদিকে সংঘর্ষকালে কলেজের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।
আজ ১৯ এপ্রিল (মঙ্গলবার) বিকেল থেকেই হল বন্ধের নির্দেশনা কার্যকর হবে। আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ থাকবে।
দুপুরে কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আজ বিকেলের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে হল বন্ধের সিদ্ধান্ত মানছে না ছাত্ররা। শিক্ষকদের নিয়ে চলছে আলোচনা।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে নীলক্ষেত সড়ক অবরোধ করে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন।
নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর রাজধানীর নূরজাহান মার্কেটের সামনে আগুন ধরিয়ে দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী দাবি করেছেন, সোমবার রাতে নিউমার্কেটের ব্যবসায়ীরা তাদের এক সহপাঠীর ওপর হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসের শতাধিক শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মার্কেটে হামলা চালায়।
এদিকে শিক্ষার্থীদের দাবির বিপরীতে দোকান মালিকরা জানান, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খেতে আসেন। বিল না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করায় তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা দোকানে হামলা ও ভাংচুর শুরু করে।