ধানমন্ডির সাইন্সল্যাবে সিটি কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত চার
রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখনো থেমে থেমে চলছে সংঘর্ষ।
সিটি কলেজের শিক্ষার্থীদের তাদের কলেজের প্রধান ফটকের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় এলাকায় অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরই একপক্ষ আরেকপক্ষকে ধাওয়া করছেন, ইট-পাটকেল ছুড়ছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ধানমন্ডি জোনের পুলিশের সহকারী কমিশনার তারিক মোস্তফা জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নিউ মার্কেট জোনের পুলিশের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, বাসে উঠাকে কেন্দ্র করে গতকাল দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের সামনে গিয়ে শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল ছোঁড়ে। এ খবর ছড়িয়ে পড়লে সিটি কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে এসে জড়ো হয়। পড়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।