নিউমার্কেটে সংঘর্ষে আহত কুরিয়ার সার্ভিস কর্মীর মৃত্যু
ঢাকার নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে দোকানকর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত একজন কুরিয়ার সার্ভিস কর্মী হাসপাতালে মারা গেছেন।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সংঘর্ষ চলাকালীন আহত হন তিনি, রাত আনুমানিক ৯:৫০ এর দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকলে মারা যান তিনি।
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি কুরিয়ার সার্ভিসে কাজ করতেন তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, আজ নাহিদকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সোমবার মধ্যরাতে ব্যবসায়ী ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তারা অভিযোগ করে যে কয়েকজন শিক্ষার্থী কেনাকাটা করতে নিউমার্কেটে গেলে কয়েকজন দোকানদারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই শিক্ষার্থীকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।
মঙ্গলবার সকালে নিউমার্কেটের নীলক্ষেত মোড়ে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এতে সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
সোমবার রাতে ব্যবসায়ী সমিতির সদস্যদের হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে মানববন্ধন করতে গেলে নতুন করে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের পর আজ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।