এবারের পূজায়ও ভারতে যেতে পারে বাংলাদেশের ইলিশ
এবারও দুর্গাপূজার সময় ভারতে বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, এই সপ্তাহের শুরুতে কলকাতা সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ইলিশ রপ্তানির বিষয়টি উত্থাপন করেছিলেন। এক্ষেত্রে বাংলাদেশের প্রতিক্রিয়া যে সব সময় ইতিবাচক সেটিও টিপু উল্লেখ করেন। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বাংলাদেশের প্রতিক্রিয়াকেও যে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হবে তার আলোকে টিপু জানান, "মমতাদি আমাকে বলেছেন, 'হাসিনাজি কে এই বছরও ইলিশ পাঠাতে বলবেন'।"
বাণিজ্যমন্ত্রী বলেন, "আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দুর্গাপূজা উৎসবের সময় ইলিশের জন্য বিশেষ ছাড় দিয়েছেন, কারণ আমরা জানি তখন মাছটি কতো বিশেষ!"
গত দুর্গাপূজার সময় বাংলাদেশ প্রায় ২,৫০০ টন মাছ ভারতে রপ্তানি করেছিল, যার বেশিরভাগই কলকাতার বাজারে বিকোয়।
১৯৯৬ সালে প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে শেখ হাসিনা ইলিশ মাছ রপ্তানি ও উপহার হিসেবে দিয়ে আসছেন। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে তিনি প্রথম ইলিশ উপহার দেন।
পরে ২০১৩ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় মাছের প্রতি 'প্রণব দা'-এর ভালোলাগা সম্পর্কে জেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বৃহৎ ভোজের আয়োজন করেন যেখানে ইলিশই ছিল মূল আইটেম।
এছাড়াও ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে, তাকে অভিনন্দনের অংশ হিসাবে ২০ কেজির মাছের উপহার পাঠানো হয়।