সারাদেশে চলছে ঈদ উদযাপন
আজ মঙ্গলবার (৩ মে) দেশজুড়ে ঈদুল ফিতর পালিত হচ্ছে।
বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর আসে ইসলামিক ক্যালেন্ডারের নবম ও ধর্মীয়ভাবে সবচেয়ে তাৎপূর্যপূর্ণ মাস মাহে রমজানের কঠোর সিয়াম সাধনার পর। মঙ্গলবারও সারা দেশে ঈদের উদযাপিত হচ্ছে। আরবি শব্দ 'ঈদুল ফিতরের' অর্থ 'রোজা শেষ হওয়ার খুশি বা আনন্দ-উৎসব।'
রাজধানী ঢাকার জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের প্রথম জামাত। আজ মঙ্গলবার (৩ মে) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
দলে দলে মানুষকে জামাতে যোগ দিতে দেখা গেছে। সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও বায়তুল মুকাররমে মোতায়েন করা হয়েছে।
জাতীয় মসজিদে এবার সর্বমোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।
বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান প্রথম ঈদ জামাতে ইমামতি করেন।
দ্বিতীয় ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়, এতে ইমামতি করেন হাফেজ মুফতি মহিবুল্লাহ বাকি নাদভি। ৯টায় অনুষ্ঠিত তৃতীয় জামাতে ইমামতি করেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। এরপর ১০টায় চতুর্থ জামাতে ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এবং ১০:৪৫ ঘটিকার পঞ্চম ও সর্বশেষ জামাতে মাওলানা মহিউদ্দিন কাশেম।
এর আগে সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত জামাতেও ব্যাপক জনসমাগম দেখা গেছে।