ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি শুরু
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/05/09/20220509_103751.jpg)
ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় সাতক্ষীরা অঞ্চলে। সোমবার (৯ মে) সকাল ৯.৪৫ মিনিট থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন।
এদিকে, ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ২২৬ টি সাইক্লোন শেল্টার ও উঁচু স্থাপনা।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, এখন যে বৃষ্টি শুরু হয়েছে এটি সরাসরি ঘূর্ণিঝড়টির প্রভাব নয়। তবে ঘূর্ণিঝড়টি বড় একটি এলাকা জুড়ে রয়েছে। সেটি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু মেঘ আমাদের দিকে চলে এসেছে। সেকারণে দমকা হাওয়া ও হালকা বৃষ্টি শুরু হয়েছে।
তিনি বলেন, আগামী ২-৩ দিন আবহাওয়া এমনই থাকবে। ঘূর্ণিঝড়টির বর্তমান পর্যন্ত যে দিকে অগ্রসর হচ্ছে সেটি ভারতের উড়িষ্যার দিকে। বাংলাদেশের উপকূলে প্রবেশের সম্ভাবনা খুবই কম। তবে এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হওয়ার রয়েছে।