সয়াবিন তেল সংকটের জন্য ব্যবসায়ীরা দায়ী: বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য ব্যবসায়ীদের দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সয়াবিন তেল বিক্রেতারা। তারা আগে থেকেই জানতো তেলের দাম বাড়বে, তাই পরে বেশি দামে বিক্রি করতে আগে থেকে কেনা তেল মজুদ করে রেখেছিল তারা।
আজ (০৯ মে ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তবে, বাণিজ্যমন্ত্রী স্বীকার করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে তার মন্ত্রণালয়।
শিগগিরই দেশজুড়ে সয়াবিন তেল পাওয়া যাবে বলে জানান তিনি।
ঈদুল ফিতরের আগের কয়দিন থেকে দেশজুড়ে বাজারে সব ব্র্যান্ডের সয়াবিন তেল উধাও হয়ে যায়।
তেলের দাম বাড়ার আগে থেকেই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছিল সয়াবিন তেল।
ঈদের ২-৩ দিন আগে থেকে বাজারে ও মুদি দোকানে সব ধরনের বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দেয়। দোকানিদের দাবি ছিল, সয়াবিন তেলের সরবরাহ ছিল না।
ঈদের পরে দেশের ইতিহাসে তেলের দাম সবচেয়ে বেশি বেড়ে যায়।
১৬০ টাকা থেকে ২৩.৭৫ শতাংশ দাম বাড়িয়ে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা নির্ধারণ করেছে সরকার।
তবে নজিরবিহীন মূল্যবৃদ্ধির পর থেকে বেশিরভাগ বাজারে সয়াবিন তেল এখনও পাওয়া যাচ্ছে না।