বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী সিঙ্গাপুরের অনেক কোম্পানি: সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রী
বাংলাদেশে সিঙ্গাপুরের অনেক কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন সিঙ্গাপুরের পরিবেশ ও সাসটেইনেবিলিটি এবং বাণিজ্য বিষয়ক মন্ত্রী গ্রেস ফু।
গতকাল বুধবার সিঙ্গাপুরে গ্রেস ফু এর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এসময় তিনি এ আগ্রহের কথা প্রকাশ করেন।
তার ভেরিফায়েড ফেসবুক পেজ পোস্ট করা এক বার্তায় ফ বলেন, "সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও আমরা বাংলাদেশের দীর্ঘমেয়াদি সম্ভাবনায় বিশ্বাস করি। অনেক সিঙ্গাপুরীয় কোম্পানি বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে বা বিনিয়োগে আগ্রহী, বিশেষত অবকাঠামো ও লজিস্টিক খাতে "
তিনি আরও বলেন, "সিঙ্গাপুর সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোম্পানিগুলোকে সমর্থন অব্যাহত রাখবে। আমি অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে এবং দুই দেশের জনগণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উপায় খুঁজে বের করার বিষয়ে আশাবাদী।"
বাংলাদেশ ও সিঙ্গাপুর ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর গত ৫০ বছর ধরে উষ্ণ এবং দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে চলেছে।