৪৫% গ্যাস্ট্রিক-আলসার হয় গ্যাস্ট্রিকের ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহারে: বিএসএমএমইউ উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, প্রোটন-পাম্প ইনহিবিটর (পিপিআই) বা গ্যাস্ট্রিকের ওষুধ মাত্রাতিরিক্ত খাবার ফলে ৪৫ শতাংশ গ্যাস্ট্রিক আলসার হয়।
"পিপিআই ব্যবহারের ফলে আমাদের দেহে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি-১২, আয়রনের ঘাটতি তৈরি হচ্ছে", রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের মিলনায়তনে 'ওভারভিউ অব পিপিআই: আ রিভিউ অব এমার্জিং কনসার্ন' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রোটন-পাম্প ইনহিবিটর (পিপিআই) এমন ধরনের ওষুধ যার প্রধান কাজ হলো পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে এসিড নিঃসরণ কমানো।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে অবস্থায় আছি তাতে ২০৫০ সালের মধ্যে দেশে অ্যান্টিাবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের কারণে করোনাভাইরাসের চেয়ে বেশি মানুষ মারা যাবে।
করোনাভাইরাসের প্রকোপের সময়ের মত স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। পাশাপাশি মাঙ্কিপক্স নিয়ে সকলকে সতর্ক থাকতে বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. রাজীবুল আলম বলেন, গ্যাস্ট্রিকের ওষুদের বড় অংশ ওষুধ বিক্রি হচ্ছে ব্যবস্থাপনাপত্র ছাড়া।
"রোগীর প্রয়োজন পড়লে অবশ্যই এ ধরনের ওষুধ ব্যবস্থাপনা লিখতে হবে কিন্তু অপ্রয়োজনীয় অতিমাত্রায় এর ব্যবহার কমিয়ে আনতে হবে," বলেন তিনি।
যত্রতত্র এবং অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার কমাতে নীতিমালা প্রণয়নের দাবি জানান এই বিশেষজ্ঞরা।