তরুণী হেনস্তার ঘটনার ‘মূল হোতা’ মার্জিয়া ৩ দিনের রিমান্ডে
নরসিংদী রেলওয়ে স্টেশনে 'অশালীন পোশাক' পরার অজুহাতে ঢাকার এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তার মামলায় গ্রেপ্তার হওয়া ঘটনার 'মূল হোতা' মার্জিয়া আক্তারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তার রিমান্ড মঞ্জুর করেন।
মার্জিয়া নরসিংদী জেলা শহরের উপজেলা মোড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ঘটক।
এর আগে সোমবার (৩০ মে) ভোররাত ৩টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় খালার বাড়ি থেকে মার্জিয়াকে গ্রেপ্তার করে র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের সদস্যরা। পরে বিকেলে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তরুণী হেনস্তার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, তরুণী হেনস্তার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি মার্জিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, গত ১৮ মে সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষারত ওই তরুণী ও তার দুই ছেলেবন্ধু হেনস্তার শিকার হন। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে মধ্যবয়সী এক নারী ওই তরুণীকে আধুনিক পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে স্টেশনে অবস্থানরত কয়েকজন বখাটে যুবক এসে তরুণী ও তার দুই বন্ধুকে আবার হেনস্তা করেন।
এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ইসমাইল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ১০ জনের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করে।