মজুদকৃত চাল মিললেই গুদাম সিলগালা: খাদ্যমন্ত্রী
সরকারের বেধে দেয়া পরিমাণের চেয়ে বেশি চাল যাদের গুদামে পাওয়া যাবে সেগুলোই অবৈধ চাল হবে এবং সেগুলোকে সিলগালা করা হবে বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন।
বুধবার দুপুরে ঢাকায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
ভরা মৌসুমে চালের সরবরাহের ঘাটতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, চালের দাম বৃদ্ধির পেছনে কিছু অসাধু ব্যবসায়ীদের কারসাজি আছে এবং এটা প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে।
যারা মজুতদার হিসেবে চিহ্নিত হবে তারা খোলা বাজার থেকে চাল কিনে প্যাকেটে বিক্রি করতে পারবে না বলে জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী নিজে এ ব্যাপারে মনিটর করছেন। প্রধানমন্ত্রী বলেছেন এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতে। যারা এই কাজ করছে তারা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেই।"
"যেসব ব্যবসায়ী অভিযানের ভয়ে পালিয়ে যাচ্ছে দোকান রেখে তারা পালিয়েও পার পাবেনা। তবে এই অভিযানের পর চালের দাম কমে আসবে", যোগ করেন মন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গতকাল থেকে অভিযানে নেমেছে খাদ্য মন্ত্রণালয়।
অবৈধভাবে চাল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে মন্ত্রণালয়ের মোট আটটি টিম অভিযান নেমেছে।
সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অবৈধভাবে চাল মজুদের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও খাদ্য মন্ত্রণালয় একটি কন্ট্রোল রুম খুলেছে এবং অবৈধ চাল মজুদ সম্পর্কে যেকোন তথ্য পেলে নিম্নোক্ত নাম্বারে জানাতে অনুরোধ করেছে- +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২, ০১৭১৩০০৩৫০৬।