মিরপুরে গার্মেন্টস কর্মীদের আন্দোলন, যান চলাচল স্থবির
রাজধানীর মিরপুরের কচুক্ষেত এলাকায় সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।
এতে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ট্রাফিক-মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইলিয়াস টিবিএসকে বলেন, 'রোববার সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর ১০, ১৪, কাজীপাড়া সহ প্রায় সবদিকেই অবস্থান নেয় গার্মেন্টস শ্রমিকেরা। তারা তাদের বিভিন্ন দাবি জানান। এমন পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়নি।'
সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারী পোশাক শ্রমিকরা মিরপুর পূরবী সিনেমা হলের পেছন দিক, মিল্ক ভিটা রোড, শিয়ালবাড়ি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসের কাছে কয়েকটি ভবনে ভাঙচুর করে।
একই সাথে আজ মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে র্যালির আয়োজন করা হয়।
সকাল পৌনে ১০টার দিকে প্রায় ৪,০০০ চিকিৎসক বিসিপিএসের প্রধান ফটক থেকে একটি র্যালি বের করে মহাখালী বাস টার্মিনাল ইউ-লুপ প্রদক্ষিণ করে, মহাখালী কাঁচাবাজার অতিক্রম করে বিসিপিএস চত্বরে পুনরায় প্রবেশ করেন।
সেসময় সড়কের দুই পাশে কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখা হয়। তবে এই মুহূর্তে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আশফাক আহমেদ।