সন্তানকে দেখে যেতে পারলেন না দমকল কর্মী মনিরুজ্জামান
শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে বিএম ডিপোতে বিস্ফোরণে দগ্ধ হয়ে এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের নাম মনিরুজ্জামান মনির। তিনি চট্টগ্রাম ফায়ার সার্ভিসে ফায়ার ম্যান হিসেবে কর্মরত ছিলেন। রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত মনিরুজ্জামানের বাড়ি নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামে। তিনি ওই গ্রামের বীরমুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। তারা ছিলেন পাঁচ ভাই ও এক বোন। মনিরুলের স্ত্রী বরিশালে নিজের বাবার বাড়িতেই থাকেন। এক সপ্তাহ আগে তাদের ঘর আলো করে আসে এক কন্যা সন্তান। এটিই এই দম্পতির প্রথম সন্তান।
সাতবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন জানান, মনিরুজ্জামান কিছুদিন আগে ঢাকা থেকে বদলি হয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসে আসেন। একমাত্র সন্তানকে দেখার জন্য বরিশাল যাওয়ার কথা ছিল তার। কিন্তু সে সুযোগ পাননি তিনি।
নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, "আমরা মনিরুজ্জামানের মৃত্যুর বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছি। বিস্তারিত জেনে আমাদের পক্ষ থেকে যা যা সহায়তা করা দরকার করবো।"