অবশেষে নিয়ন্ত্রণে সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুন
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/06/07/bm_container_depo_fire_photo_5_1.jpg)
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন অবশেষে নিয়ন্ত্রণে আনা গেছে।
আজ এক প্রেস ব্রিফিংয়ে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল বলেন, "ঘটনার পর থেকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে ডিপোতে কেমিক্যালের পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য না থাকায় নতুন করে হতাহতের ঘটনা এড়াতে আমাদের সবকিছু দ্রুত করতে হয়েছে। ডিপোতে এখনও বিস্ফোরক রাসায়নিক পদার্থ রয়ে গেছে কিনা তা খুঁজে বের করতে সেনাবাহিনীর একটি দল কাজ করছে।"
একই সাথে তিনি বিএম ডিপোকে ঝুঁকিমুক্ত ঘোষণা করেন।
আরিফুল ইসলাম বলেন, "আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ১৮-২০টি কনটেইনার থেকে এখনও ধোঁয়া উঠছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।"
কনটেইনারগুলোতে কেমিক্যাল থাকায় ডিপোতে প্রবেশ নিষিদ্ধ করেছে সেনাবাহিনী। তবে আরেকটি বিস্ফোরণের আশঙ্কা করছেন আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা। ফলে খুব সাবধানে এবং পরিকল্পিতভাবে এগোতে হচ্ছে তাদের।
এ প্রসঙ্গে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, "বিএম কন্টেইনার ডিপোর কয়েকটি কন্টেইনার থেকে ধোঁয়া বের হচ্ছিল। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। তবে যেহেতু কতটুকু কেমিক্যাল আছে তা স্পষ্ট জানি না, ফলে খুব সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে।"
গত শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটে। শতাধিক মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত ৪১ জনের মধ্যে এখন পর্যন্ত ২৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে।